প্রণয় গীতি শোনায়ে যেও সাঁঝেরও বেলা,
রাতভর স্বপ্নচিত্তে প্রাপ্ত হবে তোমার ভালোবাসা।
কল্লোলিত অনুভূতির স্পর্শ আদলে উন্মাদ ভেলা,
মায়ার পূর্ভাবাসে চিন্তায় ঘুমে নেই চোখের ভাষা।


যদি একটু ঘুমাই,হঠাৎ এসে মনের আড়ালের ভেলা,
একটু ভালবেসে যেও আমায়,ভুলে যাব সব অবহেলা।
নিশ্চয়ই প্রান্তর শেষে তোমার সাথে দেখা হবে আমার,
প্রগাঢ় ইচ্ছে নিয়ে হাজির হব এই আমি সম্মুখে তোমার৷


অবেলায় শয্যা ধ্বংস যেন না হয়,সঙ্গ দিও আমায়,
সমৃদ্ধ প্রেমেক্ষণে সমাদর করো আমারে আবছায়ায়।
সুপ্রিয়,মধুর বাণী শোনায় যেও সুনিপুন উক্তির ঝড়ে,
বিচিত্র সন্ধ্যা সাক্ষী থাকবে,অনুকূল উচ্চারনের তরে।


হরেক রকম হিংসুক হাসি জ্বলবে,লড়বে,দেখে পুড়বে,
যেন ভেঙ্গে দিবে প্রণয়,তোমায় আমার থেকে কেড়ে নিবে।
শুভেচ্ছা জানাই,বলি তাদের, 'তুমি শুধুই আমার জয়',
'তুমি বিশ্ব সাঁঝের রাণী,প্রাণের দ্বীপের সংযুক্ত হিমালয় '।


২৬ নভেম্বর, ২০১৭