ভাঙ্গা স্বপ্ন,খোঁজে রত্ন,করে যত্ন মন,
ইচ্ছে হাজার,দিচ্ছে পাড়ি,নিয়ে জীবন।
ভাবনার শহর,হাজার-শত যন্ত্রনার শহর,
মনের রায়ে ঘুরছি ফিরছি,দিন-রাত্রি ভর।

কেন ছিন্ন,হব ভিন্ন,শুধু অন্যেরই জন্য,
কত ভ্রান্তের শান্ত কাহিনী শুনি,হই ধন্য।
কিছু  প্রভাবে স্বভাবের আসে পরিবর্তন,
অগোচরে,চুপিসারে মন কেন করে এমন!

কেন থাকব নিচু,ছুটবো পিছু,ভয়ে অকারন,
কেন হব ম্লান, হারাবো মান, শূন্য ব্যাকরন।
থেমে গেলে বুকজুড়ে,বুকচাপা কষ্টের সংবাদ,
শত আশা,বাঁধে বাসা,ভয়ে ভুল দর্শন-প্রবাদ।

হচ্ছে গমন,করছি দমন,চিন্তায় অন্ধকার,
নিত্য বীর,হচ্ছি ধীর,তবুও প্রস্তুত আবার।
আকাশেতে খেলছে প্রদীপ,জ্বলছে মশাল,
কুলপতি হয়ে জ্বালবো যতি,অবশ্যই কাল।


১৯ নভেম্বর, ২০১৫