জগৎ ভিন্ন আমাদের ইচ্ছার আগামী,
ভবিষ্যৎ পৃষ্ঠা শুধু আকাঙ্ক্ষায় দামি ৷
প্রবল ইমারত সজ্জিত, প্রত্যাশা বিলীন,
নীল চিরকুট শূন্য, কাহিনীর প্লট প্রবীণ।
দেখতে বারণ নির্জনের দূর,দৃঢ় ভবিষ্যৎ,
ভাবি একদিন হবে আমার প্রিয় পারাবত।
কবির তূর্ণা নিশিতা অগ্রগামী যাত্রী ছাড়া,
তবুও গান ধরি আমি, নিস্তব্ধ ঘুমন্ত ধরা।
সময়ের বড় দুর্ভাগা আমি অম্লসুর প্রাপ্ত,
বিষন্ন মন হঠাৎ উৎসুক রসায়নে উদ্দীপ্ত।
বাহ! দূরে কন্ঠের সঙ্গীতে মিলন আঘাত,
চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ; প্রস্থানে ইন্দ্রপাত ।
১০ নভেম্বর, ২০১৮