ম্রিয়মাণ গল্প,
আলোর প্রদীপ সল্প।

বিস্ময় সংস্কৃতি অস্থির আত্মা,
প্রস্তুত আবারও নিয়ে ইচ্ছের বার্তা।


শত দাবী অগ্রাহ্য, অন্যায় না,
বিস্তৃত ভাবনা,কমবে না সাধনা।
একত্রিত সংঘ প্রতিপক্ষের বিঘ্ন,
ভয়ে কান্না,প্রার্থনা সত্যিই অনন্য।

জানি মানবে;হবে জানা,
আমার সত্যের কল্পনা।

প্রকৃতির মাঝে ভিন্ন সাজে, কে তুমি?
নীড় ছাড়িছি  যুগ হলো, ' ছায়া আমি '।


তুমি যখন এসে দাঁড়ালে আমার পাশে,
আমি আবার পবিত্র আত্মার সংস্পর্শে।
আবেগ-ধূসর ঠিক দুপুরে হঠাৎ ভয়ে
মুগ্ধ করা ইতিহাস শুনছি পার্থিব জয়ে।


হ্যাঁ, তুমি বিদায়ী প্রতিক্রিয়া জানি,
দম্ভ নিঃশেষ,অতঃপর অগ্নিবীণা শুনি।

বিকল্প পথে দেহ আমার, তোমারই জন্য,
'সত্যের পতাকা আমি ' অপেক্ষায় ধন্য।

১৭ ডিসেম্বর, ২০১৭