সংগ্রামে সংগ্রামে এই জীবন,
গড়তে হবে মনে রেখো এই পণ।
কিছু পথ একলা একা হেঁটে দেখে,
জানবে, সত্যিই খোদা ভাগ্য লেখে।
সামান্য কিছু বীজ করে বপন,
বলবে,' কষ্ট মাখা এই ভুবন '।
স্বার্থ-ছলনায় ভরা এই জগৎ,
মিথ্যা যেন সবার মূল শপথ।
সত্যের বিলীন করছে সবাই,
মিথ্যাকে নিয়ে জয়গান গায়।
সব আপন তোমার এটা ভেবোনা,
এরা যে সবাই শুদ্ধ বেষী হায়ানা।
দুঃখে তুমি কাউকে পাশে পাবে না,
সুখে কাউকে নিমন্ত্রণ দিতে হবে না।
চাটুকারিতায় মগ্ন থাকবে দিবা-রাত্রি,
উদ্দেশ্য একটাই, হয় যদি পকেট ভর্তি।
তোমার সুরে সুর মিলাচ্ছে দেখবে,
বলবে, ' গানটা বড়ই মিষ্টি, চলবে '।
যদিও মন্দ হয় তোমার সৃষ্টি,
এইতো তাদের বরাবরে কৃষ্টি।
যখন সৃষ্টিসহ তুমি নিস্ব,
হাসবে তখন সারা বিশ্ব।
হয়ে তুমি একলা পথের পথিক,
বলবে, ' সত্যিই এরা অলৌকিক '।
২২ আগস্ট, ২০১৬