এখানে এখন আর শরতের মেঘেরা
উঠেনা হেঁসে, শ্রাবণের বুকে বৃষ্টি ঝড়িয়ে,
প্রিয়ংবদার কণ্ঠে রবিঠাকুরের গানে বসন্ত বাজেনা,
সুস্মিতার সবুজ ওড়নাটা যায়না উড়ে আর
হেমন্তের ফসলী মাঠের হাঁসিতে,
বর্ষা নামেনা আঁধারে ঢেকে ভুবন সারা
কব্যিক করে দিয়ে মনটা।
এখানে এখন শুধু চৈতালি তাপদাহ
ঘামে ভেজা শরীরের দায় সারা প্রেম,
কর্কশ ভাষার ভিড়ে ভাবের আদান-প্রদান
প্রতীক্ষাতে বসে নেই একান্ত কারও প্রেম।
যান্ত্রিক আগ্রাসনে চাপা পড়ে গেছে
ভাবুক মন,স্বপ্ন দেখার হয়না সময়-
শুধু দৌড়ে চলে ঘড়ির কাঁটা।
প্রেম জাগেনা মনে হৃদয়ের আকর্ষণে,
দেহের মোহেই শুধু মিলনের অভিপ্রায়।
কবির দেশে আজ দেশান্তরী কবিরা
ঠায় নেই ভাবুকের, নিগৃহীত কবিতা।
কবিতা মানেই যেন ওলট পালট বাক্যমেলা
নেই কোন সুর-তাল মার্জিত ভাবনার,
মন ছুঁয়ে যায়না তাই প্রেমময় গানের কলি,
প্রেম যেন কুল ভাঙা এক বিলুপ্ত নদী।
একপাল বাস্তবতায় হাল ছেড়ে দিয়ে
বেঁচে থাকার যুদ্ধে আজ বীজিত সবায়,
এর নাম সমাজ-সভ্যতা-
মানুষেরই হাতে গড়া জটিল ব্যবস্থা,
সরল সুস্থ জীবনে জড়ানো অসুস্থতা।
অখন্ড ভগ্নাংশ
Isolate Isthmus