অনেক স্বপ্নের সমাহারে গেছে কেটে
         এ জীবন আমার অপূর্ণতায় ভিড়ে,    
ভাবনার দ্বারে দ্বারে কড়া নেড়েছি কত-
সাড়া পাবো ভেবে কারও নির্মল হাতের,
    মিলেনি আশা, কোন মুখের ব্যাক্তিত্তে।  
কত যে কাল গেছে কেটে অজান্তে,
পিছু ফিরে দেখেছি সে সব-  
অতীতের বুকে জমাট বেঁধে গড়েছে
    এক স্মৃতির মিনার, চিরকালের তরে।    

এতকাল যা কিছু আপন ভেবে
দিয়েছি বিলিয়ে গোটা এ নিঃশ্বাসের জীবন,    
হয়ে গেছে পর সব, ধোঁকাবাজিতে  
আঁকড়ে নিয়েছে অতীতের নির্লজ্জ আলিঙ্গন।    
স্বপ্ন দেখা চোখের তারারা ভুলে গেছে আজ  
স্বপ্নের কি রঙ, বারেবারে স্বপ্নভাঙ্গার অপরাধে
বুঝি তাই পেয়েছে সাজা অপরাধী মন,
তাই তার আজ যাবজ্জীবন
          রুঢ় বাস্তবতার মুখোমুখি বসবাস।  
এখন আর প্রেমেদের লেনদেনে পায়না ঠায়
কোন ভাবুক মনের কাব্যলিপি,
ফুরিয়ে গেছে বুঝি কাব্যের ভান্ডার
ছন্দহারায় ভাবের অসম্প্রসারনে, আর
অবারিত বাক্যের সংকোচনে
    হারিয়েছে সব ভাষার ব্যবহার!

আমি তুমি হারা এই জীবনটাতে
জুড়েছে কতক ক্ষনিকের অতিথিরা,  
সুখের কৃপণতায় আরও কিছু সুখী সুখী
দুঃখের পাহাড়ে তুলে দিয়ে শেষে-  
হয়ে গেছে তারা নিখোঁজ অজানা ঠিকানায়,
তবুও মনের শহরে ঝুলে আছে
           বিজ্ঞপ্তি এক সন্ধান চাই শিরোনামে।  
জেনেছি বুঝেছি অকারণ সব এ শুধু পণ্ডশ্রম,
লাভ কি আর বুঝে মন গোটা এ জিবন-  
কেটেছে জিবনীর ক্ষয়ে বৃথা আস্ফালন।  
বন্দী জীবন আজ দুরুহ বাস্তবতার ধুম্রজালে,  
খুঁজে না সেতো আর মুক্তির পথ- কি হবে
বেঁচে থেকে আর এই পৃথিবীর মায়াবনে!  
মমতারা সব নিঃগৃহীত-
মহাজাগতিক শূন্যতার অসীম অন্ধকারে।