কবিতা, আমি এখন তোমার শহরে-
কাঁধে ঝুলন্ত সেই ব্যাগ- সবুজ রঙের
জুড়ে আছে তায় অগুনিত যত ভাবনারা-
অপূর্ণতার অভিশাপে উমেদ হারিয়েছে,
আর ভিড় করেছে যত শূন্যতার মিছিল-
আমার কলম- খাতায়, নিরুদ্ধ প্রকাশ।
কবিতা, কোন ঠিকানাই আজ মনে নেই
আর- কোন চেনা মুখ- যার
চোখের পরিচিত হতে পারে একটু আশ্বাস-
কিছুটা পথ চলার সঙ্গতায়!
তোমার পথ ধরে চলা কৃষ্ণচূড়ার সড়কে-
আজ কেবল ধূলোর জমাট ইতিহাস,
কোন চিহ্ন নেই আর- ভূমধ্য নদীর তীরে
অবাক আল্পনা আঁকা বেহিসেবী দিনগুলোর,
এখন যেন রূপালী পর্দার কোন ছায়াছবি-
নেই কোন বাস্তবতার কুল কিনারা,
ডুবে গেছে সব আজ অপূর্ণতার মিছিলে-
শ্লোগানের ভাষায় শুধু নির্বাক দীর্ঘশ্বাস!
কবিতা,
একদিন তোমার এই শহরেই মেতেছিল
একফালী জ্যান্ত প্রেম-
আঁকা ছিলো কত যে আকুতির ছাপ
প্রতিটি রোদ মাখা- সকালের প্রচ্ছদে,
আর বিকেলের মায়ায় নিত্য জীবন দিনের
গল্প ছেড়ে কি এক অভিমানী ছন্দের নেশায়-
শব্দেরা সব অপার হয়ে থাকতো বসে,
বর্তমানের সত্য ভুলে অতীত- আগামীর
অমুলক ভাবনার অন্ধকারে ক্ষয়িত সময়েরা!
হায়রে কবিতা! শুধু একটিবার-
পূর্ণিমার জোছনায় জীবনের গান লিখবে বলে
সূর্যের আলোয় চোখ বুজে কেটে গেলো
অগুনিত কালবেলা, ফিরবে কি কভু আর!
আজ পথ এসে দেয়না ছুঁয়ে ঠিকানা কারও-
সব অজানা, অচেনা-
কারও মুখ আর মনে পড়ে না-
নিরন্তর সন্ধ্যারা এসে গ্রাস করে ফেলে
ধীরে ধীরে- বয়সের মানচিত্র।
অখন্ড ভগ্নাংশ
Isolate Isthmus ...।।
কবিতা, আমি এখন তোমার শহরে-
কাঁধে ঝুলন্ত সেই ব্যাগ- সবুজ রঙের
জুড়ে আছে তায় অগুনিত যত ভাবনারা-
অপূর্ণতার অভিশাপে উমেদ হারিয়েছে,
আর ভিড় করেছে যত শূন্যতার মিছিল-
আমার কলম- খাতায়, নিরুদ্ধ প্রকাশ।
কবিতা, কোন ঠিকানাই আজ মনে নেই
আর- কোন চেনা মুখ- যার
চোখের পরিচিত হতে পারে একটু আশ্বাস-
কিছুটা পথ চলার সঙ্গতায়!
তোমার পথ ধরে চলা কৃষ্ণচূড়ার সড়কে-
আজ কেবল ধূলোর জমাট ইতিহাস,
কোন চিহ্ন নেই আর- ভূমধ্য নদীর তীরে
অবাক আল্পনা আঁকা বেহিসেবী দিনগুলোর,
এখন যেন রূপালী পর্দার কোন ছায়াছবি-
নেই কোন বাস্তবতার কুল কিনারা,
ডুবে গেছে সব আজ অপূর্ণতার মিছিলে-
শ্লোগানের ভাষায় শুধু নির্বাক দীর্ঘশ্বাস!
কবিতা,
একদিন তোমার এই শহরেই মেতেছিল
একফালী জ্যান্ত প্রেম-
আঁকা ছিলো কত যে আকুতির ছাপ
প্রতিটি রোদ মাখা- সকালের প্রচ্ছদে,
আর বিকেলের মায়ায় নিত্য জীবন দিনের
গল্প ছেড়ে কি এক অভিমানী ছন্দের নেশায়-
শব্দেরা সব অপার হয়ে থাকতো বসে,
বর্তমানের সত্য ভুলে অতীত- আগামীর
অমুলক ভাবনার অন্ধকারে ক্ষয়িত সময়েরা!
হায়রে কবিতা! শুধু একটিবার-
পূর্ণিমার জোছনায় জীবনের গান লিখবে বলে
সূর্যের আলোয় চোখ বুজে কেটে গেলো
অগুনিত কালবেলা, ফিরবে কি কভু আর!
আজ পথ এসে দেয়না ছুঁয়ে ঠিকানা কারও-
সব অজানা, অচেনা-
কারও মুখ আর মনে পড়ে না-
নিরন্তর সন্ধ্যারা এসে গ্রাস করে ফেলে
ধীরে ধীরে- বয়সের মানচিত্র।
অখন্ড ভগ্নাংশ
Isolate Isthmus