ইসলাম তাকে বলে
যে পথে ধরায় শান্তি আসে,
ইসলাম তাকে বলে
যেথায় মানুষ মানুষেরই পাশে।
মুসলিম সে
যার আছে খোদাভীতি,
মুমিন সে
যার আছে মানবপ্রীতি।
অথচ দেখছি কিছু নরপশু-
বু-ম-ম ছন্দে
মানব ধ্বংসের দামামা বাজিয়ে চলছে,
আবার বলছে ধর্মের তরে
জিহাদ নাকি করছে!
বড্ড হাসি পায়
দুঃখও লাগে ভাই-
এই অপালাপ শুনে,
জিহাদের মারণাস্ত্র ওরা
নিষ্পাপ বুকে হানে।
কিছু উল্লুক, কিছু হতচ্ছাড়া
ধর্মের কিছুই বোঝেনা যারা,
ক্ষমতার লোভে ধর্মের নামে
বিষাদ করছে সুষমিত ধরা।
তাদের ধর্ম ইসলাম নয়
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ও নয়
পিশাচ ধর্মী তারা,
যে ধর্মের মূল আদর্শ শান্তি ধ্বংস করা।
রচনাঃ ২৯/০৪/০৮ ইং