চাঁদ দেখছো?
আমিও দেখছি;কিন্তু-
বিশাল ফারাক দুই দেখায়,
তুমি বটের গোড়ায় চাঁদের-
বুড়িকে দেখো,
সেথায় আমি দেখি
সন্ধ্যার সাদাকালো বেশে-
শুধুই তোমায়।

জানালার আধখোলা কপাটে
হয়তো তুমি-
তারা গুনো-
এলোমেলো,
আমি আকাশের বুকে
তারার কালিতে-
তোমারই নাম লিখি-
অগোছালো।

সাগর তীরে দাঁড়িয়ে
উদাস চোখে-
হয়তো দেখো দিনের সমাপন,
আমিও তাই দেখি আর-
ভাবি সেই মিষ্টি আলোয়
তোমার মুখটা -
স্নিগ্ধ হলো কেমন।

নির্জন মেঠো পথে
গাছের শাখায়-
তুমি শুনছ পাখির কোলাহল,
সেই কলরবে
কান পেতে আছি,আর শুনছি-
তোমার হাসির ঢল।

♪সমাপ্ত♪

(প্রথম প্রকাশিত কবিতা এটি। আপনাদের পরামর্শ ও সমালোচনাই পারে আমাকে এগিয়ে নিতে। তাই আমার আকুতি রইল,আপনারা ভুল গুলো ধরিয়ে দিন।)