তুমি এসেছ বলে হে শীতকাল
তুমি এসেছ বলে।
দীর্ঘদিন বাথরুমে বাজেনা
শাওয়ারের ঝরঝর গান,
বালতিতেও ডুবেনা মগ-
বাধ্যবাধকতায় পানি ছুঁই আর
ওষ্ঠাগত প্রায় প্রাণ।
তুমি এসেছ বলে,
টেপের পানিগুলো ওয়াসা থেকে আসেনা,
এ যেন গলিত বরফ হিমালয়ের,
শীতলস্পৃষ্ট হই ছুঁয়ে
লোমকূপ গুলো কাঁটা দিয়ে যায় গায়ের।
তুমি এসেছ বলে হে শীতকাল,
মাথা ভরে গেছে খুশকিতে
হাত-পা ফেটে চৌচির,
পুকুরপাড়ে সোয়েটার গায়ে বসি-
আর ভাবি, একদিন
আমাকেও ছুঁয়ে যাবে এই স্বচ্ছ রূপালী নীর।
("তোমাকে পাওয়ার জন্যে,হে স্বাধীনতা " কবিতার কিঞ্চিৎ প্যারোডি)