দূর আকাশের নীল সীমানায় আছে স্বাধীনতা,
রোদেলা দুপুরে কাকের ডানায় আছে স্বাধীনতা,
আমার তোমার সবার প্রিয় স্বাধীনতা।

নিজ পায়ে দাঁড়ানো পেটের স্বাধীনতা,
নির্ভয়ে কথা বলা বাক স্বাধীনতা,
সকলের কামনায় স্বাধীনতা।

স্বাধীনতা নয় কোন লাটাইহীন ঘুড়ি,
স্বাধীনতায় নেই হামাগুড়ি,
স্বাধীনতা মানে বুক ফুলিয়ে চলা-
আর শোষকের পায়ে বেড়ি।

স্বাধীনতা নয় কোন পাগলের প্রলাপ,
স্বাধীনতা মানে মুক্ত প্রাণের আলাপ।
স্বাধীনতা নয় কোন অপরাধ রাজ্য,
স্বাধীনতা এক নতুন দিনের সূর্য।

স্বাধীনতা শেখায় মোদের বেঁচে থাকার মানে,
বেঁচে থাকা আত্মশুদ্ধি, শান্তিতে আর জ্ঞানে।

১৬ ডিসেম্বর, ২০০৮ ইং