মনে মনে আনমনে ভাবি আমি-
আমি কে?
চারদিক ভরো ভরো পেয়াদা ও
পাইকে।
মধুর ঝামেলা মোর মিটিং আর
প্রোগ্রাম,
কালোগাড়ি হাঁকিয়ে ঘুরি আমি-
দশগ্রাম।
বড়সড় নেতা আমি,পরনেতে
স্যুট-টাই,
রাজনীতি খেলি ভাল,ভাষণেতে
জুড়ি নাই।
সেদিন এক সমাবেশে দেখি
আলী মাস্টার,
মাথায় যেন উড়ে এল আগের
সেই ডাস্টার।
ভীমরিধরা স্যার এক ছিল
মারতো নাকো নিজে,
আলী ছিল ক্লাসের নেতা
সেই লাগত কাজে।
দিবারাত্র স্বপ্ন ছিল
হব সুপারস্টার,
তাই কখনো বেতটা খেতাম
কখনো বা ডাস্টার।
স্বপ্ন আমার সত্যি হল
হলাম একটা কিছু ,
মেধাবীমুখ সৈয়দ আলী
রইল আমার পিছু।