'ওই পাগলি' '
                  বলনা পাগল'
'আছিস কেমন?'
              'আবোল-তাবোল।'
'দিন কাটল?'
                  'ভীষণ ভালো'
'বলতো কেন?'
                   'মজায় গেল।
       নুডুলস-পাস্তা রান্না হল,
      ভাইয়ের সাথে রাগ ভাঙল,
       মা আমাকে খাইয়ে দিল,
        বাবা মাথায় হাত বুলাল,
       রাতের ঘুমটা ভালই হল,
    লাউয়ের ঝোপে ফুল ফুটল,
         প্রজাপতির মেলা বসল,
    রাতের আকাশে তারা উঠল,
      দু'চোখ ভরে ঘুম নামল।
    
      এই যে পাগল,তোর কি হল?
      সবমিলিয়ে আছিস ভাল?'
'এইতো আছি,
কম আর বেশি'
        'আচ্ছা পাগল এখন আসি,
                  জানিস পাগল?
                         ভালবাসি!'
পাগলিটা মোর চলে গেল
কত কিছুই বলার ছিল;
কিন্তু কিছুই বলবোনা তো
পাগলামোতেই মুগ্ধ শত।
ভাবতে আমি ভালবাসি,
পাগলিটারই দুস্টু হাসি।

দূর থেকে সে মোহের মায়া
চোখ মুদে পাই স্বপ্নছাঁয়া।
হাত বাড়াবো আলো ভেবে
আলেয়া হয়ে মিলিয়ে যাবে।
কাছে আমি চাইনা তাঁরে
বাঁধব শুধু কল্পডোরে।

বিরহটা বড়ই মধুর
কাছে তবু দূর-বহুদূর।
দুই পাগলের ভাগ্যলিখন
বিরহতে হঠাৎ মিলন।