(উৎসর্গঃ প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
                
সূর্যের আজও দেখা মেলেনি,
আজও দুধের সরের মত কুয়াশা,
আজও গায়ে শিশির মেখে আছে
পথের দুর্বাঘাস,
আমার কাঁধে ব্যাগ,কিছু বই,
সাথে একটি কলম,
সোয়েটারে ঝুলছে আজও
একটি কম দামী সানগ্লাস।

আজও স্টেশনে ছুটছে সবাই, চঞ্চল তার প্রাণ।
আজও ছুটছি কোন চক্রযানে,
পরিচিত প্রান্তর দুপাশে ফেলে।
হেডফোনে আজও বাজছে পরিচিত কোন গান।

ওই দেখা যায় বাদামী গেটখানা,
এই বুঝি লেগে যাবে হুড়োহুড়ি।
কিন্তু যাত্রীরা নিশ্চুপ সব,
সাঁই সাঁই করে পেরিয়ে গেল বাস,
আমি সম্ভিত ফিরে পেলাম।
এ তো নয় এখন আর আমার গন্তব্যস্থান!

এখনো আলপনা আঁকা উল্লাসী শাটলে
আমার জায়গায় অন্য কেউ ঝুলে,
মউর দোকানে এখনো আমার মত
কেউ ডিম খিচুড়ি খেতে চায়,
এখনো কাঁটা পাহাড়ের রাস্তায়
আমার জায়গা খালি পড়ে নাই।

ঝুপড়িতে কার্ড খেলার সঙ্গী
আমি ছাড়াও মিলে যায় বেশ,
শুধু আমিটা রইলাম না,
রইল না কোথাও আমার চলার রেশ।

না পাল্টেছি আমি, না আমার ক্যাম্পাস,
পাল্টেছে শুধু সময়,পাল্টেছে আমাদের- চারপাশ।