যেথায় যাই, সেথায় গরম,
কিনতে গেলে বাজার গরম,
কথায় কথায় মানুষ গরম,
গরম এখন সবসময়;
ফাল্গুনেও লাগছে গরম,
আবহাওয়াটাও গরমময়।
যখন তখন সাগর গরম,
ঘুর্নিঝড়ের ভয় দেখায়,
মানুষ তখন গরম হয়ে-
আশ্রয় খোঁজে ছুটে বেড়ায়।
ভোটের দিনে রাস্তা গরম,
বড় নেতার বুলি গরম,
দেশটা তখন গরম হয়;
এই গরমে ঘটবে কি তা
হিসেব করা সহজ নয়।
রচনাঃ২৩/১২/২০০৮ ইং