এখন অনেক রাত,

বৃষ্টির রিনিঝিনি ঘুম পাড়ানোর ছন্দে গাইছে,
আকাশ মেতেছে বিজলির হোলি খেলায়
কখনোবা হুংকার দিয়ে ডাকছে,

এখন তোমায় ভীষণ মনে পড়ছে।

হয়তো এখন তুমিও ঘুমাতে পারোনি
জানলায় হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁতে চাইছো,
কিন্তু
বিজলির আচমকা চমকানো দেখে
হয়তো ভয়ে জড়োসড়ো হয়ে আছো;

এখন কি তুমিও আমারই কথা ভাবছো?

আকাশ মেঘের আলখাল্লা গায়ে আছে
পুব দিগন্তে মিষ্টি লাল আভা,
গাছগুলো সব নিথর হয়ে ভিজছে,
এ বড় মায়াবী কৃষ্ণরূপ;

হয়তো তুমি দাঁড়িয়েই আছো
দুস্টু বাতাস ঢেউ খেলছে তোমার এলোচুলে
বৃষ্টিও তার পরশ বুলায় আলতো করে,

তোমার ও কি তবে লাগছে এ রূপ
 আমারই অনুরূপ!!