ধরার কঠিন দেহে, সবুজের সমারোহে
বসন্ত এসে গেলো।
কৃষ্ণচূড়ার ডালে, পরভৃত কোলাহলে
বসন্ত এসে গেলো।
টুকটুকে টিপ ভালে, খোঁপায় পুষ্প দোলে
বসন্ত এলো বলে।
প্রিয়ার লাজুক গালে, তেরঙ্গা আবীর খেলে,
বসন্ত এলো বলে।
হলদে শাড়ির পাড়ে, চপলিনি মন কাঁড়ে
মন তাঁর প্রেম মাগে,
বসন্তের আগমনে, জগতের সব প্রাণে
বাসন্তী ছোঁয়া লাগে।।