আকাশের বুক চিরে
এল বরষা,
তৃষাতুর ধরা মাঝে
এল বরষা।
চৈত্রের দাবদাহে
জ্বলে-পুড়ে ছাই,
মনোহরি এ ধরায়
প্রাণ যেন নাই।।

রূপারংগা বারি ঝরে
ঝরোঝরো ঝর,
জল ছোটে, বাঁধ টুটে
ভরা সরোবর।
ঝুমঝামে-ধুমধামে
থামে কোলাহল,
ছাউনিতে মাথা গুজে
পথিকের দল।

লেখাঃ ২০০৭ সাল