বন্ধু,
তুই তো ভালই আছিস?
আমারও মন্দ নয়,
কাটাচ্ছি বেশ ব্যস্ত সময়
কদাচিৎ কথা হয়।

শরীরযন্ত্র চলছে-চালাই
দিন শেষে নিরবতা,
তবু মাঝেমাঝে, হৃদয়ের মাঝে
ধেয়ে আসে শূন্যতা।

বিদগ্ধ হৃদে,তোরে স্মরিতে
কল্পনা হাতড়াই,
তুই নাই তবু তুই ই আছিস
মোর চারপাশটায়।

তোর হাত হাতে, আমি হেটে যাই
ব্যস্ত নগর পথে,
বিজন ছাদে পূর্নিমা রাতে
চাঁদ দেখি তোর সাথে।

কখনো ভাবি এই যেন তুই!
হাতখানা হাতে হাতে বাঁধা,
চলছি বিজনে, আমরা দুজনে
পেরিয়ে সমাজধাঁধাঁ।

তোকে নিয়ে কোন স্বপ্ন দেখিনা
সে দুঃসাহস নেই,
কভু নেশা ঘোরে,ক্ষনিকের তরে
তোর ছবি দেখি এই!

ভালবাসি তোরে,তুই ও বাসিস
এই ভেবে পথচলা,
গোলাপ ভাগ্যে নাইবা থাকুক
কাঁটা দিয়ে গাঁথি মালা।