আমার একটা তুলতুলে সাদা খরগোশ ছিল,
তাকে আমি অনেক ভালবাসি।
এক রাতে পাজি বিড়াল তাকে কামড়ে দেয়,
সে মারা যায়,
আমি বিড়ালটাকে ভালবাসি না।
সেই থেকে আমি ভালবাসতে ভয় পাই।
আমার কিছু বন্ধু আছে,
আমি তাদের অনেক ভালবাসি।
তাদের কাউকে আমি ভুলে যাই
অথবা তাদের কেউ আমায় ভুলে যায়,
আমি ভুলে যেতে ভালবাসি না।
তাই আমি তাদের ভালবাসতে ভয় পাই।
আমার ভাইকে আমি ভীষণ ভালবাসি
তারা বড় হয়ে হয়ত আমায় ভালবাসত,
অথচ তারা বড় হলো না!
আমায় ভালও বাসল না।
তাই আমি ভাইকে ভালবাসতে ভয় পাই।
আমি মা'কে ভালবাসি, আর বাসি বাবাকেও
আমি বোনকে ভালবাসি, বাসি নবাগত ভাগ্নেকেও,
অথচ আমার দিন কাটে-
সীল,সাইন আর হিসাব নিকাশে
তাদের ভালবাসার মত অবকাশ আর জোটেনা,
তাই আমি তাদের ভালবাসতে ভয় পাই।
আমি কদম ফুল ভালবাসি, সে বানে ভেসে যায়,
আমি নীল আকাশ ভালবাসি, সে মেঘে ঢেকে যায়,
আমি যাকেই ভালবাসি, সে দূরে চলে যায়,
তাই ভালবাসতে ভীষণ ভয় পাই।