ছুড়ে মারলে ভাঙ্গে কেন
হংসীবুবুর আন্ডা,
হিমাগারে রাখলে আবার
হয় কেন সব ঠান্ডা?

মানুষ কেন পায়ে হাটে
পাখি কেন ওড়ে,
সূর্য কেন তেজ বেশি দেয়
ঠিক ভর দুপুরে?

সাগর কেন ঢেউ খেলে যায়
মাছ কেন তায় থাকে,
মন কেন চায় বড় হতে
কবিতা সব লিখে?

সব কথারই জবাব পাবে
ইচ্ছে যদি কর,
যে সপ্তাহে শনিবার নেই
সে সপ্তাহ ধর।

রচনাকালঃ ৪ ডিসেম্বর ২০০৮