ভালবাসা হল নীল আকাশে সাদা মেঘের অবাধ ছুটে যাওয়া।
ভালবাসা হল মেঘে মেঘে খেলে যাওয়া বিদ্যুতেরই ছোঁয়া।
ভালবাসা হল ষোড়শী বালিকার কৃষ্ণ কালো চুল।
ভালবাসা হল বালিকার জন্য তোমার ছোট্ট ভুল।
ভালবাসা হল মায়ের আঁচল ধরে বেড়ে ওঠা।
ভালবাসা হল বাবার সাথে রোজ হাটের পানে ছোটা।
ভালবাসা হল নদীর ঘাটে শৈশবের অবাধ ঝাপাঝাপি।
ভালবাসা হল রাতের আধারে আলো জ্বালানি কেরোসিনের কুপি।
ভালবাসা হল রাখাল ছেলের মধুর বাঁশের বাশি।
ভালবাসা হল দুষ্টু ছেলেটার প্রাণখোলা অট্ট হাসি।
ভালবাসা হল নদীর জল আলতো ছোঁয়া হাওয়া।
ভালবাসা হল ভোরবেলাতে পাখিদের গান গাওয়া।
ভালবাসা হল মেঠো পথের দিগন্তে গিয়ে মেশা।
ভালবাসা হল পূর্নিমাতে জ্যোৎস্না চাদের নেশা।
ভালবাসা হল কালবৈশাখীর তাণ্ডব প্রচণ্ড।
ভালবাসা হল প্রবীণ বৃদ্ধের শেষ ভরসা দণ্ড।
ভালবাসা হল সবুজে সবুজে ছেয়ে থাকা ছোট্ট গ্রাম।
ভালবাসা হল সবুজের পানে ছুটে চলা অবিরাম।
ভালবাসা হল রাতের বেলা ঘুমপাড়ানি গান।
ভালবাসা হল মাঝির বাওয়া নৌকার কলতান।
ভালবাসা হল শীতের সকালে হরেক রকম পিঠা।
ভালবাসা হল গুড়ের পায়েস খেতে লাগে যা মিঠা।
ভালবাসা হল ঝুম বৃষ্টিতে ভিজে চুপসে যাওয়া।
ভালবাসা হল মাতাল বানিয়ে বয়ে চলা দক্ষিণা হাওয়া।