মেঘময় জলরাশি, তাহার উপরে ভাসি,কোথা হতে উড়ে আসি ,
কাড়িলে মোর হিয়া?
হিয়া টারে নাহি পারি ,রাখিতে যে আর ধরি,কি জানি কি এখন করি-
হিয়া টারে বাধি কি দিয়া?
নয়নে নয়ন রাখি, মিলিয়ে ঐ দুটি আঁখি, মন টারে কোথা রাখি,
তোমারই পানে যায় যে ছুটিয়া।
তোমার ঐ এলোকেশে, দক্ষিণা বাতাস এসে, ছুঁয়ে দিয়ে যায় ভেসে,
কেমনে আছো তুমি লুকিয়া?
কোথা তুমি আছো জানি, তবুও তা না মানি , খুজিবো যে শুধু জানি,
দূর ঐ দিগন্ত ছাপিয়া।
তোমারে ছাড়িয়া, গেছি যে হারিয়া, খুঁজিতে মরিয়া ,
এসো না তুমি ফিরিয়া।
তোমারে যে পেলে পরে, বাধিব এই বাহুডোরে, পালাবে কেমন করে,
বল এই আমারে ছাড়িয়া?
তোমারে আজ পাবো বলে ,সকল যাতনা ভুলে, জেগে থাকি সাঝ-সকালে
তবে কেন দেরী করে আসিলে ফিরিয়া?
তোমারে পেয়েছি জানি, আমি রাজা তুমি রানী, ভালবাসার প্রাসাদখানী
থাকবো দুজনে জীবন ভরিয়া।