পথ চেয়ে বসে আছি তোমার।
কবে আসবে তুমি?
আমার এই হৃদ পিঞ্জরে, মুক্ত আকাশের ডানা মেলা পাখি হয়ে, উড়বে আমার হৃদয় মাঝে।
কবে আসবে তুমি?
পথ চেয়ে বসে আছি তোমার। দেখব তোমায় ডানা মেলে আমার মনের আকাশে উড়তে।
কবে আসবে তুমি?
মেঘ ময় আকাশ হতে অশ্রুধারার মতো রঙিন বৃষ্টি হয়ে, অবসন্ন এই মনের সকল গ্লানি,অবসাদ দূর করতে-
কবে আসবে তুমি?
কাল বৈশাখীর ঝড়ের মতো দমকা হাওয়ায়, সকল কষ্ট, বিষাদ উড়িয়ে নিতে-
কবে আসবে তুমি?
সকালের রোদে এক ফোটা শিশিরের অস্তিত্ব জানান দেওয়ার মতো আমার হৃদয়ে-
কবে আসবে তুমি?
আকাশের সাদা মেঘ দিগন্ত পানে ভেসে যাওয়ার অসীম পথ বেয়ে আমার মনের মাঝে -
কবে আসবে তুমি?
তোমার পথ চেয়ে বসে আছি একা।
তাই তারার সাথে করেছি মিতালি, বেধেছি রংধনুর সাথে সাধ-
কবে আসবে তুমি?
পথ চেয়ে বসে আছি তোমার।
এই পথ চেয়ে থাকা অনন্তকালের।
তবু এই অনন্তকাল সময় তোমাকে পাবার আশায় প্রহর গোনার কাছে খুবই সামান্য।
তাইতো আজও পথ চেয়ে বসে আছি তোমার, বসে থাকতে পারি অনন্তকাল।
কবে আসবে তুমি?
এই হৃদয় মাঝে কবে আসবে তুমি?