আকাশ পানে খুঁজি তোমায় শত তারার ভীড়ে,
নদীর জলে খুঁজি তোমায়, খুঁজি আপন নীড়ে।
ফুল পাখিদের ভীড়ে খুঁজি পাইনা তোমার দেখা,
মাটির দিকে থাকিয়ে দেখি বঙ্গবন্ধু লেখা।
ইঞ্চি ইঞ্চি মাটি কুঁড়ে পড়ছি তোমার নাম,
বর্ণে বর্ণে আছে শুধু রক্ত ঝরা ঘাম।
জয় বাংলা জয় বাংলা তোমারই শ্লোগান,
বাংলা চিত্রে যত মাটি আমার খোদার দান।
একটি কণার জন্য তোমার কারাদণ্ড হয়,
জীবন বাজি রেখে তবু করছো বাংলা জয়।
পাক হায়েনা ধ্বংস হলো মুজিব নামের তরে,
চিরশত্রু বন্ধু সেজে রইল আপন ঘরে।
ঘরের শত্রু ঘরেই আছে ছিল না তো জানা,
অন্ধকার এক রাত্রি খুঁজে করল তাঁরা হানা।
চারিপাশে দ্রোহের আগুন জ্বলছে অবিরাম,
পুড়ে আকাশ পুড়ে বাতাস পুড়ে মুজিব চাম।
পুড়ছে শিশু - পরিবার আর বঙ্গ মাতার আঁচল,
ইঞ্চি ইঞ্চি কণায় কণায় নামছে রক্তবাদল।
সেদিন থেকে শোকের ছায়া চাঁদের বুকে যায়,
প্রতিরাতে জোৎস্নাতে শোক সারা বিশ্বে বায়।