বোশেখ এলে সুবাস ছড়ে সবার ঘরে ঘরে,
সর্ব জনে আপন মনে তাকে বরণ করে।
জনসমাজ যতই তারে ঝোঁকুক বার বার
খয়ের কবি সয় না কবু জুলুম অবিচার,
নিঃস্ব জনে সদন গড়ে খড় খুঁটারি দিয়ে,
স্বপ্ন বুনে সেথায় তাঁরা বাঁচবে প্রীতি নিয়ে।
দেশের ক্ষতি কারোর প্রতি দ্বন্দ্ব নেহি তার,
চুপটি করে সয় তো সবি সকল অনাচার।
সর্বনাশে স্বপ্ন ভাসে আকাশ প্রান্তরে,
কি দোষে তার স্বপ্নগুলি অশ্রু হয়ে ঝরে।
বোশেখ তুমি গুড়িয়ে দাও পিরিতির কুটির,
কষ্টে হৃদে জমাট বাঁধে বুকেতে গাঁথে তীর।
কেন বোশেখ কেন গুড়াও দরিদ্রেরই ঘর,
শক্তি বুঝি খুবি তোমার তাই কি হানো ঝড়।
এতোই যদি শক্তি তবে গুড়াও এ প্রাচীর,
যেথায় লোভে হারাম সুদে গড়ল পাপী নীড়।
দাওনা গুড়ে যাদের গড়া পাতক সম্বল,
তাদের তুমি করছ মায়া দেখাও না তো বল।
অট্টালিকা গুড়াবে যবে কাল বোশেখী ঝড়ে
সেদিন তবে তোমায় আমি নেব বরণ করে।