আচ্ছা নদী এই যে তোমার ভাঙ্গে বুকের চর,
এই ক্ষয়েতে কভু তোমার ভাঙ্গে কি অন্তর।
আচ্ছা নদী সত্যি করে একটা কথা বল,
এই দহনে তোমার চোখে ঝরেছে কি জল।
আচ্ছা নদী এই যে আমার মন খারাপের বেলা,
ডিঙ্গি নায়ের সঙ্গী হয়ে করেছি জলখেলা।
তোমার আমার দীর্ঘশ্বাসে নৌকা যখন দুলে,
মনের যতো বিলাপ ছিল বলতাম তোমায় খুলে।
এই যে নদী তোমার আমার শোক লগনের প্রীতি,
আচমকা এক হাওয়া এসে টানতে পারে ইতি।
হঠাৎ যদি আর না আসি আমি তোমার তীরে,
হন্যে হয়ে খুঁজবে কি ওই অগনিতের ভিড়ে।
আচ্ছা নদী ওই যে তোমার ডালিম গাছের শাখায়,
হলদে পাখি শিস তুলিতো দেখতে পেলে আমায়।
মিষ্ট সুরের ডোর বাঁধিয়া আড্ডা দিতো রোজ,
সেও কি বল হন্যে হয়ে করবে আমার খোঁজ।
এই যে নদী তোমার বুকে জীবনের সব কৃতি,
ছবি হয়ে থাকবে পাতায় থাকবে শুধু স্মৃতি।
মন খারাপের সময় তখন বাঁধবো না আর জুড়ি,
চিরতরে বন্ধ হবে ____ মম লুকোচুরি।
পর করো না আমায় তখন ভুল বুঝো না নদী,
আমায় তুমি বাঁচিয়ে রেখো_ বেঁচে থাকো যদি।