কখনো কখনো কিছু বা অনেক কিছু ভালো লাগে,
ভালো লেগে যায়।
আমি জানি-
শির চুড়ায় ঐ আকাশের নীল সত্য নয়,
তবুও ভালো লাগে।
পূর্ণিমা রাতের রুপালি জ্যোৎস্না, রুপালি চাঁদ নিখুঁত প্রতারণা,
তবুও ভালো লাগে।
জানি, রংধনু- উদম নৃত্যের পর প্রকৃতির ব্যাঙ্গ হাসি,
তবু্ও ভালো লাগে।
গভীর অন্ধকারে হারিয়ে যাওয়া সভ্যতা -
নীল জলরাশিতে ঢেকে রাখে অর্ণব।
জানি , সব জানি, তবু্ও
ভালো লাগে।
অতীত, বর্তমান, ভবিষ্যৎ - সময়ের জালের বুননে বেধে রাখা মায়া,
জানি, তবু্ও ভালো লাগে।
ভালো লাগে, লাজুক ভগ্নীনন্দিনীর প্রাণহীন পুতুল,
দেয়ালের অর্থহীন আঁকি বুকি।
ভালো লাগে, যখন নাম ধরে ডাকি- দিক হীন দশ দিক।
জানি, আলেয়ার নৃত্য করে না কোন ঈপ্সিত হুর পরী,
তবুও ভালো লাগে।
ভালো লাগে, ভালো লেগে যায়, ভালো লাগতে হয়।
তাং ০৮-০২-২০২৫ খ্রি
চকবাজার, আশরতপুর,
সদর, রংপুর।