ভাত চাই ভাত! মোটা-খর্ব, বাসি বা পচা;
উদরপূর্তির জন্য ভাত হলেই হবে।
ক্ষুদ্রান্ত্রে-বৃহদান্ত্রে যেন দাউ দাউ করে জ্বলছে হাবিয়াহ।
আজি হীরক জয়ন্তীতে, বহু আকাঙ্ক্ষিত, রং-বেরঙের
অলংকারে অলংকৃত স্বপ্ন, ক্ষুধার হুতাশনে জ্বলছে দাউ দাউ।
বড়ই ক্ষুধার্ত আমি, মাথা ঘুরছে বন বন;
পঁচা গলা স্বপ্ন, আশাহত চোখ হতে মস্তিষ্ক অব্দি
যেন কিলবিলিয়ে ছুটে চলছে।
ক্ষুধা মেটাবার তরে সোনালী ফসলের গোড়ায়
লাল স্বপ্ন ঢেলে সাগর করেছি ধু ধু মরুভূমি।
আজ তার সুবর্ণজয়ন্তী; আর সোনালী স্বপ্ন বা ভাত নয়;
পেটের অসহ্য-তীব্র ক্ষুধা নিবারণ করতে পারি
এমন সাদা-কালো ভাত চাই।
ভাত চাই ভাত! মোটা-খর্ব, বাসি বা পঁচা।
অট্টালিকা বা সুরম্য প্রাসাদে নয়, ফুটপাতে
ছড়ানো ছিটানো এক থালি ভাত হলেই হবে।
এক বেলা হাবিয়ার ক্ষুধা মেটানোর অধিকার পেলে,
এমনকি ছেড়ে দিতে রাজি আছি জীবনের অধিকার।
তারিখ ২০-০৯-২০২৪ খ্রি.
সবুজ বাগ, সদর,রংপুর।