মা, মা দেখে যাও কি চারু ময়না-
নীলকুঠির জঙ্গলে
সরেয়ার শীর ডালে
বাসা বেধে ছিলো ভেবে খুজে পাব না।

কয়েনের সঞ্চয়ে
বৈশাখের মেলা গিয়ে
এনেছি সোনার খাঁচা, রেশমের বিছানা।

ঝড়-বৃষ্টি-খরাতে
কষ্ট লাঘব হতে
খোলা আকাশের চেয়ে এ খাঁচা বেশ না!

দুধভাত রোজ পাবে
রাজার শাহীভোজ পাবে
খাঁচা ছেড়ে যাবে তুমি এ কথা বলনা।

কী হবে বল উড়ে
যদি পাও এই নীড়ে
অপূর্ণ কী রবে বল, কী মনের যাচ্ঞা।

ছেঁটে ফেল এই ডানা
মিছেমিছি যন্ত্রণা
সোনার খাঁচা ফেলে ভ্রম শুন্যে নীড়ের বাসনা।


তাং ০২-০১-২০২৫ খ্রি.
লালকুঠি, সদর,রংপুর।