প্রকৃতির সকল রঙ আমি চিনি না; তবে
রঙে রঙ্গিন প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমার দৃষ্টি সীমায়।
জীবনের বিভ্রান্ত চোরা গলিতে তিমির তমসায়
মঞ্জিল পানে বেদুইনের মত ছুটে চলি, পথ চিনি পদস্ফুলিংগে।
মম যজ্ঞ জনমেজয়-সর্পসত্র-সম, তক্ষকের বুকে ধক-ধক
বেড়ে চলা কাঁপুনি। কখনো পুরু হয়ে ধার করি জরা
অমূল্য অতূল্য যৌবন বিলিয়ে।
আহ! এ বয়সে কি এসব ভাবছি?
মম নয়ন জুড়ায় হেরি শিশুর ফোকলা মুখের মুচকি হাসি।
প্রেম বিলাইতে কখনো এক যুগ কাটিয়ে দেই এক নিমিষে।
গুল বাগিচার মালি হয়ে যাই এই আশায় যেন প্রথম ফুলের ঘ্রাণ টুকু পাই।
অরুণ রথের ঘড়ঘড় তরঙ্গ আমায় মদ্যপ করে,
পদাঘাতে চুর্নি ঐ শংকু-স্বর্গ, আমি সাহারা পেরিয়ে আসা তৃষ্ণার্থ পথিক-
নিজ রুধিরাক্তে বক্ষ শীতলকারি।
যতদুর দৃষ্টি যায় ততদুর পথের পথিক আমি।
অমৃত-যৌবন-প্রেম বিলাইব সখি পাপড়ির বিনিময়ে।
তারিখঃ ০২-০৮-২০২৪
সবুজ বাগ,সদর,রংপুর।