পথ হেটে চিরহরিৎ বৃক্ষের ছায়া তলে,
মিটিয়ে তৃষ্ণা সুমিষ্ট সরোবর জলে,
অবহেলায় রইলো কমণ্ডলু কী জানি কোন খানে,
মরু প্রান্তরে বুঝিল হাবীব কী এসেছে ফেলে।