নির্ঘুম শত নিশি জেগে, এক নভ:-নক্ষত্র-উপমায়
অনুপম ছন্দে শব্দালংকারে সাজানো কবিতা
শুনিয়েছিলাম তোমায়।
আমার প্রেমের আকুতি, আবৃত্তির তীব্র ঢেউ আছড়ে পড়ছিলো তোমার কিনারে।
শিউলির সুবাস, পূর্ণিমার জ্যোৎস্না ম্লান করবো বলে
এক শত কোটি বছরের ইতিকাফে লভেছিলাম নেত্রে দু'টুকরো স্বর্গ।

হেসেও কাঁদানো যায়, না বলেও বলা যায়, না ছুঁয়েও আঘাত করা যায়।

সেদিন অক্ষিকোটরের পাথর ফুরে গড়িয়ে পড়ছিলো
আগ্নেয়গিরির গলিত লাভা।
তুমি মেডুসার মত না তাকালেও আমি পাথর হয়ে রইলাম।

তাং ১৯-০১-২০২৫ খ্রিস্টাব্দ
সবুজ বাগ, সদর, রংপুর।