মাঝে মাঝে ইচ্ছে করে বিদ্রোহী হয়ে উঠি;
সিডর-আম্পানের মতো লন্ড-ভন্ড করি সবকিছু-
কিন্তু দাসত্বে বেড়ে ওঠা মন বিদ্রোহী হয়ে ওঠে না ।
ভয় হয় পাছে লোকে কিছু বলে; আমার আমির নতুন কুঁড়ি
শুকিয়ে যায় অবহেলায়-
মেগাড্রনের মত রহস্যময় ভয় আমি-ভাবি
শান্ত সিন্ধুতে তীব্র ঝড় তুলে ফুরে উঠি দৃশ্যে;
গহীন তমসার হাজার বছরের মায়া-শিকল-বন্ধনে বাধা তনু-মন, বন্ধনেই খোঁজে মুক্তি।
ভোরের স্নিগ্ধ আলো ভস্ম করে আমার গাত্র; যেন তুর-পর্বত।
আলোতেই অন্ধ আমি, বন্ধনেই মুক্ত-
হাজার বছরের দাসত্বই আজ প্রথা হয়ে-
আমার ধমনি-শিরায় তরঙ্গ খেলে যায়।
জীবনের সমস্ত গরল পিয়ে খ্যাত হয়েছি নীলকণ্ঠ,
বাগিচার মালি আমি, তাই ফুলের সুবাস আমায় মুগ্ধ করে না।
হাসি, সবাই হাসে বলে; নৃত্য করি, সবাই নৃত্য করে বলে-
মস্তিষ্কের স্নায়ুতে স্নায়ুতে স্ফুলিঙ্গে জিজ্ঞাসু মনের জন্ম হয়;
আড়ষ্ট মন, নিষ্প্রভ দৃষ্টি - ভয় হয় পাছে লোকে কিছু বলে।
২৩-০৫-২০২০ খ্রি.
সবুজ বাগ, সদর, রংপুর।