মার্জারের বন্ধু মহাজ্ঞানী শুয়ারে -
দু'লাইন বিজ্ঞান শিখেছিলো খোয়ারে।
কেশরী ভাই হয় কানে কানে বলে সে,
ডোরাকাটা শের দূরে কেন রাখে সে?
দু দু'টো হাড় খেয়ে আর কত গোলামী?
অরণ্যের শের হও দেখ কত সালামি।
ডিএনএ লেখা আছে বিবর্তন সাক্ষী,
শুয়োরের ঘোৎ ঘোতে ছানাবড়া আঁখি।

মার্জার দৃঢ় পদে ছুটে চলে বনে,
শুয়োরের ঘোৎ ঘোৎ বাজে শুধু দু'কানে।
কেউ বলে ফিরে চল, আর গিয়ে কাজ নাই,
স্বরগের লোভে মিছে যায় বুঝি জানটাই।
কূজন কুজন প্রলাপ দমে কি মার্জারে,
এই পণ যে ভীষণ পণ, ভাই যে ঐ ডাকেরে।
কেশরীকে বলে- দেখ, ভাই এসেছি-
ম্যাও, ম্যাও শুনে বলে- আহা! ভোজ পেয়েছি।
মার্জারে তোড়পায়, সহজে কী ছোটা যায়,
শুয়োরের ঘোৎ জ্ঞান লুটে পড়ে বসুধায়।

তাং ৩০-১২-২০২৪ খ্রি.
সবুজবাগ, সদর, রংপুর।