কে শ্রেষ্ঠ? কে ভাস্বর? আমাদের এই বসুন্ধরায়,
কাহার নাম? কাহার যশ? কাহার সুবাস মন ভুলায়।

হত সরিৎকে যে চলতে শেখায়-
অর্ণব পানে, ঊর্মি ধরি-
ক্লান্তি ছাড়ি।
শান্ত বায়ুতে যে ঘুর্নি আনে
রুদ্র ধ্যানে, অসুর লোকে
কাল-বৈশাখে।
যার যজ্ঞ-যপে শুভ্র মেঘে
কালিমা লেপে, বজ্র হানে
অগ্নি -বাণে।
অগ্নিগিরির ভয়াল থাবায় যে দাঁড়াতে শেখায়-
বুক চিতিয়ে, পাহাড় রূপে-
সুর স্বরূপে।
যে সূর্য হয়ে রাত্রি নাশে
হেলাল যেথায় কিরণ যাচে
রাত্রি বেচে।
যে মুক্তি লোভে অগ্নি লুটে,নরক-প্রেমে -
স্বর্গ ঠেলে, হিয়া ছুড়ে-
গৃধ্র ধারে।
সুরাসুর বিভেদ ঘুচে, এক নিমিষে -
পান করে যে কুট-হলাহল
গল-গল-গল।

তারাই শ্রেষ্ঠ, তারাই ভাস্বর, আমাদের এই বসুন্ধরায় ;
যুগ যুগ ধরে তাহাদের নাম আমাদের এই পরাণ জুড়ায়।

১৬-১০-২৪ খ্রি
সবুজ বাগ, সদর, রংপুর।