জিজ্ঞাসা কর না মোরে, তোমায় কত যে ভালবাসি,
হে প্রেম দেবী,
আমি প্রেম অনুরাগী,
বিমূর্ত তব ছবি একে মনে
জাগতিক মোহ-মায়া বিস্মরণে;
ঠুকি মাথা নলিনী-চরণে, হে দেবী-প্রেয়সী;
জিজ্ঞাসা কর না মোরে, তোমায় কত যে ভালবাসি।
অচল-প্রেম মম নির্বাক,
যতই অভিমানে অভিযোগ দিয়ে যাক,
তব পদ আরশ মম পিঞ্জর ছাতিতে,
ভেজাবো চরণ তব, নেত্র-বারিতে;
রেখো মোরে দাস করে হে বানভাসি ;
জিজ্ঞাসা কর না মোরে, তোমায় কত যে ভালবাসি।
শুনো দেবী, ঝিনুক তুল্য মম হিয়া যে,
তব ক্ষীণ হেলার আঘাতের প্রদাহে
ঝরে যে প্রেম-মুক্ত অবিরাম
মম নিবেদন হোক তব অহম-অভিরাম।
তব প্রেমে ছুটে মুচুকুন্ডের দৃষ্টিতে সঁপেছি;
জিজ্ঞাসা কর না মোরে, তোমায় কত ভালবেসেছি।
তাং ০৪-০১-২০২৫ খ্রিস্টাব্দ
সবুজ বাগ, সদর, রংপুর।