কোথাও কেউ নেই? আছেন কি?
দামেস্কের গুল-বাগিচার
গুলাপ আতর,
                জল
একটু ছিটিয়ে দিন।
ধূপ কাঠি জ্বালিয়ে সুবাস ছড়ান।
দেহের সংক্রমিত ক্ষত
                 অক্ষত থাকলে থাক
শ্বাসরুদ্ধকর পচা দুর্গন্ধ থামান
আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

২৫-১২-২০২৪ খ্রি.
সবুজবাগ, সদর, রংপুর।