সারা দেহে পেট্রোল ঢেলে দাঁড়িয়েছি, আগুন জ্বালাও।
লাল, নীল নানা রঙের লেলিহান শিখায় জ্বলবো আমি।
কালো অগ্নি কুণ্ডলী সাজিয়ে দিকভ্রান্ত করবো সাদা অভ্র।
আমি পোড়তে চাই,
দেহের মাংসের ভাজে ভাজে জমানো চর্বি,
হাড়ে আকরিক হয়ে থাকা জমাটবদ্ধ ফসফরাস,
বারি, ঝড়-ঝাপটাতেও দাউদাউ করে জ্বালাবে এ রঙিন অগ্নি।
আমি পোড়ে নি:শ্বেষ হব না-
হব না কয়লা বা ছাই।
দহনে দহনে হীরক হব আমি-
অথবা সোনালী, শুভ্র বা তিমির মেঘ হয়ে ভেসে বেড়াবো বায়ু কোণে।
তাং ১৭-০১-২০২৫ খ্রিস্টাব্দ
সবুজ বাগ, সদর, রংপুর।