আমি তরুণ–
তাই রক্ত গরম দ্বিগুন।
আমি তরুণ–
যেন নতুন প্রভাতে ওঠা অরুন।
আমি তরুণ–
আমি বিপ্লবী।
আমি তরুণ–
আমি নির্ভীক।
আমি স্বপ্ন দেখি নতুন সকালের,
যেখানে,লোকধ্বনি আসবে কানে,
আমি স্বাধীন,আমরা স্বাধীন,
আধাঁর কেটে এসেছে আলো,
অন্যায় আজ হয়েছে বিলীন।
আমি তরুণ–
অন্যায়কারীর কাছে করি না মাথা নত।
হে স্বাধীনতা হরণকারী–
তোমায় করবো ক্ষত বিক্ষত।
আমার মতো হাজারো তরুণ আছে পৃথিবীতে,
তোমাদের মতো জুলুমকারীর,জুলুমকে মুছে দিতে।
আমি জন্মেছি বাংলায়,
দেখেছি হাজার মানুষের রূপ,
স্বৈরাচারের অত্যাচারে থাকিতে পারিনি চুপ।
হয়েছি প্রতিবাদী,মানিনি কানুন।
হে আগামীর তারুণ্য এ বার্তা শুনুন—
তারুণ্য এক ঐক্য শক্তি,
ভয়ে কাপে স্বৈরাচারীর প্রাণ।
তারুণ্য শোনায় জয়ধ্বনি,
নিয়ে আসে নতুন মুক্তিরগান।
তোমরা আসবে,আমরা চলে যাবো,
রয়ে যাবে বার্তাখানি।
নতুন তারুণ্যের হাতে সুরক্ষিত থাকে যেন–
আমাদের জন্মভূমি।