আমি এক অধম দুরাচার,
রবের করুণা কাম্য।

প্রার্থনা করি অকাতরে,
কল্পলোকে অগণিত পাপচিহ্ন।

হে রব,দেখাও আলোপথ; করি শপথ,
থাকব পাপ থেকে দূরে—বহু দূরে।

হে রব,পাপিষ্ঠ মৌন চিত্ত নয় থির,
বেচাইন চিত্তে ফুটাও ফুল হিতের।

হে রব,আমি সচকিত রব নিরবধি,তোমার স্মরণে।
তুমি কর সেই প্রলোভনকারীর পদস্খলন।

আমি কুয়াশায়,কালো মেঘে,ক্লান্ত ভীষণ;
মূর্ত কর চন্দ্রকিরণ আমারই অন্তঃকরণে।

হে দয়াময় রব,
এ মোর মিনতি,এক প্রার্থনা।

হে দয়াময় রব,
কর,
কর মোরে ক্ষমা।


উত্তর বাড্ডা,ঢাকা-১২১২