এখানে আকাশটা নীল,
আর খোলা আকাশের নীচে মানবের মগজটা অদ্ভুত।
এখানে কাটে দিন কায়ক্লেশে,আর মিথ্যে হেসে
এরই মাঝে আমি—
শত শতাব্দীর পরে এসেছি পৃথিবীতে,এসেছিলাম একা
পুড়ে গেছি,ঝরে গেছি,মিশে গেছি পৃথিবীর তলে
আর তারপর—
জানি না কত রাত কেটে গেছে জননীর চোখের নোনা জলে।
দেখেছি শেষবার,সেই হাসি,চৈত্রের শেষ দিনে
প্রগাঢ় প্রিয়তমার নিষ্পাপ মুখে,আর দেখেনি।
মিশে গেলে বিদিশার অন্ধকারে—
বুঝেছি একবারই ডাকে এই পৃথিবী,তাই আর ডাকেনি।
বছর পেরিয়ে যুগ হয় কত—
শুয়ে আছি একা,আর হৃদয়ে অনুতাপ।
শুয়ে আছি সেই শেষ ঠিকানায়,রবের নিয়মে নীরব।
এখান থেকে দেখা যায় না আর পৃথিবীর রাত্রি-দিন,
শত চেষ্টায় দেখা যায় না আর পৃথিবীর চির চেনা তৃণ।