তেইশটি বসন্ত হারিয়েছি দেখো,
ফিরে না পাওয়া সেই সোনালি শৈশবের মতো।
তারপর-একদিন—
বেজে ওঠে সবুজ মাংসে গড়া ঝিঝির কণ্ঠে গান,
এ যেন মোহন বাঁশির সুরে ভেসে আসা কোন ইঙ্গিত,
বাম পাজর থেকে সৃষ্ট অকল্পিত অপরূপার আগমন।
শামুকের ধীরগতিতে বিলীন শত অভিমান,শত বেদনার প্রস্থান।

তুমিহীন,কতদিন কেটেছে নক্ষত্র তলে,খুঁজে পৃথিবীর কোণে কোণে।
শ্লথের ন্যায় ধীরগতিতে যেন কেটে গেছে সময়—তবু দেখিনি তোমায়।
সিংহের ধাবনে হতাশাগ্রস্ত হরিণের মতো,
কেটে গেছে  কত রাত—বেড়েছে  দেখিবার স্বাদ।

আজ তুমি এলে —চিরোদিন রবে বলে,
যেমন-ই করে রয় ঘুঘু—তার ঘুঘুটির দেখা পেলে।
তোমার-ই আগমনে বিলীন আজ শীতের রিক্ততা,
পৃথিবীর অমোঘ সত্যের মতো তাই দিয়েছি কথা।
মৌচাকে জমা মধুর ন্যায় যে প্রেম হয়েছে জমা,
তা সকল-ই তোমার—হে প্রগাঢ় প্রিয়তমা।

আহসান শাওন
16-02-2025
বাড্ডা,ঢাকা -১২১২
বাংলা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়