মায়া বেড়ে যাবে বলে এবার সাক্ষাৎ করলে না তুমি
কিন্তু আমি কি শুধু সাক্ষাৎ চেয়েছিলাম ?
কখনোই না।
চেয়েছিলাম, রুমের কোণে এক নিবিড় বৈঠকে বসতে।
কিছু অতীতের হিসেব কষতে।
তুমি এলে না !
মায়া বাড়াবে না বলে অনুপস্থিত তুমি পরিকল্পিত বৈঠকে
মায়াতে এতই ভয় ?
এলেই তো এলিয়ে যাবে শরীর
আমার কোলে থাকতো পৃথিবীর পবিত্রতম আশ্চর্য
শেষমেশ হয়তো ওষ্ঠদ্বয় বৈধতা খুঁজতে যেতো না আর
যতই থাকুক হাতে অবৈধতার সার্টিফিকেট
বুকের মধ্যে বিচ্ছেদ।
অনুপস্থিতির আমি কড়া সমালোচনা করছি নাহ
জলের ভেতরেও আগুন জ্বলে- বলেছে হেলাল
পারলে দিয়ো নিভিয়ে। দেখব কতো পারো !
বিরহকে সাধুবাদ জানাই আমি
বাচিকশিল্প তো প্রায় বিলীনই হয়ে যাচ্ছিলো আমা থেকে
আবার আজ তুমি দিলে তাতে লাকড়ি
রান্না হল একটি কবিতার।