অন্যদের মতো বলতে পারবো না আমি, ‘সুখে থেকো’।
যার হাত ধরেছ, আমার কনুই আঙুলটি ছেড়ে
আমি মুখে না বললেও মনে মনে চাইবো ঠিক,
ও মহাশয় তোমায় ভীষণ কষ্ট দিক।
তুমি ফের ফিরে আসবে তোমার নষ্ট করা প্রকোষ্ঠে
ধরবে আমার পাঁচ নং কনুই আঙুলটি আবার
আমি মনে মনে চাইবো খুব।
না। আমি এখনও বিস্তৃত বিশাল হৃদয়ের অধিকারী হতে পারিনি।
নিজে ধুঁকে ধুঁকে অন্যের মঙ্গল কামনা আমার আসে না।
বড়ই স্বার্থপর আমি এক্ষেত্রে, বড়ই সেনসিটিভ
তুমি আমার মস্তিষ্কের ভগ্নাংশ বলেই হয়তো।
কষ্ট পেয়ে ফিরে এলেও তো তুমি আমারই
পাও না হয় একটু কষ্ট
কিছুটা না হয় প্রাপ্য হিসেবেই গ্রহণ করো
আমি যে তোমাকে চাই অজস্র।
আমার চাওয়ার কাছে তোমার সব কষ্ট নিপাত যাক
কখনোই তোমাকে নষ্টা বলে খোটা দেবো না
প্রকোষ্ঠটা কসটেপ দিয়ে জোড়া লাগিয়ে
তোমায় আমি আগের চেয়েও বেশি ভালোবাসব।