নোখের ভেতর আর কতো মিথ্যে ময়লা জমাবে ?
হাতটি ছোঁবে নেলপালিশওয়ালা হাতে ।
বাহানা নাকি আমিই শুধু জানি
তুমি কি মোটেও নও ?
নোখ তো আর কাটো না
কট কট শব্দে অন্তরে ঢালো প্রেম ।
জিইয়ে রাখছো মুহূর্তগুলো ।
পর্দার ন্যায় কেশ দিয়ে আড়ালে ঢাকা
তোমার চোখের মনোযোগকে দেখতে ইচ্ছে হয়
আমার অমনোযোগী মণি দিয়ে
নাড়া দিতে ইচ্ছে হয় গোছানো কেশে কিংবা ফুঁ ।
তোমার ওই গভীর মনোযোগ কে পুঁজি করে
আমার অমনোযোগী মণি ছুঁয়ে যায়
তোমার সর্বস্বে, অস্থিতে,
নির্দিষ্ট দূরত্বের বাটনে কিংবা পয়েন্টে পয়েন্টে ।
শুধু ছুঁয়ে যেতে পারে না তোমার
লৌহবাক্সে রাখা সুরক্ষিত প্রকোষ্ঠকে ।
ওখানে গিয়েই কপাল টাকাই আমি
তৎক্ষণাৎ আমার মনোবিজ্ঞানী হতে মন চায়
দেখতে ইচ্ছে হয় তোমার প্রকোষ্ঠকে ।
সেটি কি স্বাভাবিকভাবেই ওঠা নামা করছে ?
নাকি আমার মতো অতি দ্রুত ?
পরের সাক্ষাতে আমি মনোবিজ্ঞানী হবো
আঙ্গুলে থাকবে ময়লাসমৃদ্ধ বড় বড় নোখ ।