আমারও দাবী ছিল, ছিল স্লোগান, ঝাঁঝালো মিছিলে
ঝরেছিল বারুদ!

আমি রুদ্র বলছি, ভগবানকে ডিঙিয়ে!
সূর্যের তেজকে তরিয়ে দেওয়া আরিশেম হয়ে আবার ঘটাবো মহাপ্রলয়! আমি এ্যাপোলোর সুরে আচ্ছন্ন হইনা, আমায় টানেনা আফ্রোদিতি! আমি এ্যারেসের হাতের বিষাক্ত তীর! আমি হেডিস হয়ে রত্ন খুঁজিনি, খুঁজেছি বিপ্লব! পৃথিবী কাঁপাতে সাজি পোসেইডন! ক্রোনাসের মত সাজাই অর্ঘ, ধৈর্য্যে খুঁজি স্বাধীনতা! আমি দানব এগ্রিস! আমি চেঙ্গিস! আমি হেলেনে হোলি খেলিনা কখনো, রক্তগঙ্গা বইয়ে দেয়া টাইটান কিংবা হেসিয়ড! এবং টেথিস সমুদ্রের ধারে প্রবাহিত নদী, নীলাস, আলফিয়াস, এবং গভীর সমুদ্রে ঘূর্ণায়মান এরিডানাস, স্ট্রাইমন এবং মিন্ডার, এবং ইস্টার, ফ্যাসিস এবং রেসাসের সুন্দর স্রোত, এবং আচেলাস, নেসাস, রোডিয়াস, হ্যালিয়াকমন, এবং হেপ্টাপোরাস, গ্রানিকাস, ইসিপাস এবং পবিত্র সিমোইস, পেনিয়াস, হারমাস কিংবা কেইকাসের সুন্দর স্রোত, হয়েছি মহান সাঙ্গারিয়াস, লাডন, পার্থেনিয়াস, ইউয়েনাস, আর্ডেস্কাস এবং ঐশ্বরিক স্ক্যামান্ডারের রূপালী স্রোত।
আমায় থামানো কঠিন!

আমি আজকের মহাপুত্র, আগামীর সংশয়, আমি মহাভয়!
আমায় দমাতে এসোনা!
আমি বুক ফুলিয়ে ফোটা ফুলকি, আমিই অর্ফিয়াস, আনি সুর!
আমার প্রেম জাগে বিপ্লবে, গোলাপে ফোঁটে বারুদ! আমি সেতারে ওঠা সাইক্লোন, আমি নারদ, আমি সব্যসাচী হেটাইফান! আমি এ্যাপোলোর গড়া সূর্যতীর! আমি খরায় করি চৌচির! আমি নিবেদন, আমি এ্যারিস,আমি হেফাস্টাস! আমি ভেঙে দেই আমার বিশ্বাস! আমি ব্রহ্মা হয়ে বিশ্ব গড়ি, ডেমোসের মত মহাভয়! যাযাবর থেকে হয়ে উঠি বর্বর!

আমিই বিপ্লবী!