থমকে যাওয়া রাতের গল্প হয়ে যায় আখ্যান
আসবে সকাল আরেকটু পরই ছেড়ে পিছুটান!
একেকটা জীবন যেন একেকটা বই, কবিতা হয়না
মলাটেই থাকে বন্দী হয়ে ভেঙে যাওয়া আয়না!
আসে সকাল ফুরিয়ে দিন একই জীবনও গান...
যে স্লোগানে ঝরেছিলো ফুল বারুদের গন্ধে
সে গানেও বেজেছিল সুর মনভোলানো ছন্দে।
যে মায়াতেও টলেনি মন টেনেছিলো রাজপথ
যে ছায়া মাড়িয়ে কতবার ভুলেছে শপথ।
আনবে আলোর সে দিন, ফেলে আঁধার
খুঁজি সেই স্লোগান...
ভুলে স্বর্গমায়া সহস্রবার নরকেও ফোটে ফুল
শুকতারা হারিয়ে ফেলেও খুঁজে পাওয়া যায় কুল।
দুঃখবাগান পুড়িয়ে ফেলুক ছাইচাপা দাবানল
আসুক বসন্ত প্রাণে প্রাণে মুছে ফেলে চোখজল!
আশার পাখিরা উড়ুক আকাশে মুখরিত করে প্রাণ...