মেঘের কল্লোলে জেগেছে দিনলিপি
আউসের ফলায় জড়ায় নগরের ভিত
নদী বন্ধনায় ঋতুগামী চিলের ডানা
চাষের প্রাবল্য দামে বিকায় সম্বিৎ ।
সময়ের ছায়ায় বিষণ্ন পাকুর
অতীতের পথিক রেখেছে থ্যাবড়ানো জটে
মহিষাসুর এক আজানের হলফ
সীলমোহর মেরে লুকায় তরবারি পটে।
সভ্যতা কিনেছে বিকিনির নামতা
পাগলের হালুয়া মহার্ঘ করেছে লোকে
সহজ সুন্দর আর ললিত কথা
ভুলে গেছে উৎস, পরিচয় হারানো শোকে।